কাঁকু (কাক এবং কুকুর) ও মানুষ

 

এ শহরে কাক ডেকে যায় কাঁ কাঁ সুরে

 আর,কুকুর ডেকে যায় ঘেউ ঘেউ সুরে

অথচ মানুষ গুলো ডেকে যায় অমানুষ হয়ে।

এক ফোটা জলের জন্য কতই না উচ্ছ্বাস 

ওদিকে,ভয়ংকরী পদ্মা নিয়ে যায় যত দীর্ঘশ্বাস।

এক মুঠ অন্নের হাহাকারে যখন বিভীষিকাময় চারিপাশ!

ঠিক তখনি একদল হায়না থাবা মেরে নিয়ে যায় যত কষ্টের চাষ 

দিনভর পায়ের রক্ত মাথায় তুলিয়া খোদার কসম কাড়িয়া

যাঁহারা করিয়াছিলেন এ অন্নের চাষ

অথচ তাঁহাদেরকেই রেখেছি করে মানুষের কৃতদাস।


Comments