তোমায় আমি চাই না



কাক যেমন শিমুল ফুল চেনে না আমিও তেমন করে তোমায় চিনি না
গ্যাস্ট্রিক ভরা পেটে যেমন ভালো খাবার হজম হয় না আমার পেটেও তুমি হজম হও না
গ্লাসভর্তি মদ যখন তোমার চুমুকের আগ্রহে তাকিয়ে থাকে
আমি তখন চেয়ে থাকি দূর দূরান্তে
কুকুরের পেটে যেমন ঘী হজম হয় না ঠিক তেমনি আমার পেটেও তোমার হজম হওয়ার দরকার পড়ে না..
তোমায় আমি চাই না

Comments