অতিশীঘ্রই
তোমাকে নয় তোমার প্রেম কে ভালেবাসি
ভালোবাসি তোমার লাল নীল ঠোঁট
তোমার নির্জনতায় বিভোর হয়ে
তোমার বিষন্নতা ভুগায়
তোমার চন্চলতা উন্মাদ করে দেয়
তোমার চলে যাওয়া ভাবায়
তোমার ওই বিধ্স্ত শরীর
যে শরীরের উপর দিয়ে বয়ে গেছে
ঘূর্ণিঝড়,টর্পেডোর মত সর্বহারা সুখ
সেই সব সুখ এখন সমুদ্রের ন্যায়
আমি সেই সমুদ্রে ঝাঁপ দিবো,সাঁতার কাটবো
যা ইচ্ছে তাই করবো
অতি শীঘ্রই..
Comments
Post a Comment